সকালবেলায় একসারি কাশফুল
আমার যাওয়ার পথে ভেসে এলো
রোদ্দুর গায়ে মেখে সেই পথপ্রান্তর,
সাদা মেঘদের কোলে ঘুরে বেড়াই
আজীবন, সূর্যের পরশ, সপ্নপ্রাঙ্গন ।
নদীনালা, মন্দির, গাছগাছালি পেরিয়ে
যত ছুটে চলি, উঠে আসে ভ্রমণবৃত্তান্ত,
পৃথিবীর মাটি যেন দাতব্য আলয়,
সংগ্রহশালায় সবকিছু জীবনমুখী,
জীবন-গতি পরাজিত নয়, স্থির-বাক নয় ।
একটু স্পর্শ, একটু উষ্ণ ভাল লাগা,
একগুচ্ছ কাশফুলের অহংকার,
ধুলো ঝেড়ে ফেলে পথ পরিক্রমা,
মনের পরিস্রাবণ, আকাশের গোলাপ-সান্নিধ্য
সবই আমাদের জীবনের কথোপকথন ।
No comments:
Post a Comment