Sunday, 25 September 2016

কাশফুল




সকালবেলায় একসারি কাশফুল
আমার যাওয়ার পথে ভেসে এলো
রোদ্দুর গায়ে মেখে সেই পথপ্রান্তর,
সাদা মেঘদের কোলে ঘুরে বেড়াই
আজীবন, সূর্যের পরশ, সপ্নপ্রাঙ্গন                                     


নদীনালা, মন্দির, গাছগাছালি পেরিয়ে
যত ছুটে চলি, উঠে আসে ভ্রমণবৃত্তান্ত,
পৃথিবীর মাটি যেন দাতব্য আলয়,
সংগ্রহশালায় সবকিছু জীবনমুখী,
জীবন-গতি পরাজিত নয়, স্থির-বাক নয়


একটু স্পর্শ, একটু উষ্ণ ভাল লাগা,
একগুচ্ছ  কাশফুলের অহংকার,
ধুলো ঝেড়ে ফেলে পথ পরিক্রমা,
মনের পরিস্রাবণ, আকাশের গোলাপ-সান্নিধ্য
সবই আমাদের জীবনের কথোপকথন ।

No comments:

Post a Comment