Saturday, 2 August 2014

সমুদ্রতটে স্নান

দুরের জাহাজ দেখে ভেবেছি
সমুদ্র, কত ইতিহাস গড়েছ তুমি,
কত জীবন, কত লোকালয় ভেঙ্গেছ,
ভাঙ্গতে ভাঙ্গতে এক পদচিহ্ন থেকে
অন্য পদচিহ্ন তুলে এনে সমগ্র চেতনায়,
সমুদ্রতট বেয়ে এক সভ্যতা ।

এক উপকূল অশান্ত হলে,
অন্য উপকূলে স্নানের পরিবেশ,
সকল মানুষের জন্য মৃদু মন্দ জলস্রোত,
ঢেউ-এর মধ্যে শরীর ভিজিয়ে
মাথা উঁচু করে উঠে দাঁড়ানো
সবই ছুটছে ঘোড়ার লাগাম ধরে ।

জনপদ পেরিয়ে আমিও এসেছি
সমুদ্রতটের উন্মেষ ও প্রলোভন
কিছু কথা বলা ও শোনার জন্য
গতানুগতিক ভাঙ্গন ছাড়িয়ে একটু বাইরে -
সমুদ্র, তোমার কাছে এসেছি,
তোমার বিশাল পরিধি, ঢেউয়ের গর্জনে আমি স্নাত ।

No comments:

Post a Comment