দুরের জাহাজ দেখে ভেবেছি
সমুদ্র, কত ইতিহাস গড়েছ তুমি,
কত জীবন, কত লোকালয় ভেঙ্গেছ,
ভাঙ্গতে ভাঙ্গতে এক পদচিহ্ন থেকে
অন্য পদচিহ্ন তুলে এনে সমগ্র চেতনায়,
সমুদ্রতট বেয়ে এক সভ্যতা ।
এক উপকূল অশান্ত হলে,
অন্য উপকূলে স্নানের পরিবেশ,
সকল মানুষের জন্য মৃদু মন্দ জলস্রোত,
ঢেউ-এর মধ্যে শরীর ভিজিয়ে
মাথা উঁচু করে উঠে দাঁড়ানো
সবই ছুটছে ঘোড়ার লাগাম ধরে ।
জনপদ পেরিয়ে আমিও এসেছি
সমুদ্রতটের উন্মেষ ও প্রলোভন
কিছু কথা বলা ও শোনার জন্য
গতানুগতিক ভাঙ্গন ছাড়িয়ে একটু বাইরে -
সমুদ্র, তোমার কাছে এসেছি,
তোমার বিশাল পরিধি, ঢেউয়ের গর্জনে আমি স্নাত ।
সমুদ্র, কত ইতিহাস গড়েছ তুমি,
কত জীবন, কত লোকালয় ভেঙ্গেছ,
ভাঙ্গতে ভাঙ্গতে এক পদচিহ্ন থেকে
অন্য পদচিহ্ন তুলে এনে সমগ্র চেতনায়,
সমুদ্রতট বেয়ে এক সভ্যতা ।
এক উপকূল অশান্ত হলে,
অন্য উপকূলে স্নানের পরিবেশ,
সকল মানুষের জন্য মৃদু মন্দ জলস্রোত,
ঢেউ-এর মধ্যে শরীর ভিজিয়ে
মাথা উঁচু করে উঠে দাঁড়ানো
সবই ছুটছে ঘোড়ার লাগাম ধরে ।
জনপদ পেরিয়ে আমিও এসেছি
সমুদ্রতটের উন্মেষ ও প্রলোভন
কিছু কথা বলা ও শোনার জন্য
গতানুগতিক ভাঙ্গন ছাড়িয়ে একটু বাইরে -
সমুদ্র, তোমার কাছে এসেছি,
তোমার বিশাল পরিধি, ঢেউয়ের গর্জনে আমি স্নাত ।
No comments:
Post a Comment