Monday 14 July 2014

জীবনছবি

সারাজীবন হাঁটতে গিয়ে
থেমে যাই রাতের আকাশের দিকে তাকিয়ে
শুভ্র বসনে চাঁদ যেন ঢেকে দিল আমার পথ |

গাঢ় অন্ধকার চারিদিক,
ঝলসানো মুখটাও দেখা যায় না,
অবসাদ যেন বলে দেয়,
কেন এই পথ হাঁটা ? আকাশটাও পর হয়ে গেছে |

যখন ভাবছি, কেন এই পথ হাঁটবো ?
চাঁদ যেন সমস্ত অন্ধকার বনাঞ্চল আড়াল করে
এক টুকরো শুভ্র প্রতিফলকে দিয়ে গেল জীবনছবি |

No comments:

Post a Comment